সামাজিক মাধ্যমের জয়গান
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

একটা সময় ছিল যখন তোমার খবর নিতাম প্রতি সেকেন্ডে,
যোগাযোগ ছিল খুব ভাল-
তাও মনের যোগাযোগ।

আমি থাকতাম কলকাতায় তুমি ঢাকায়
তখন কিন্তু, এত সামাজিক মাধ্যম- হোয়াটসঅ্যাপ ফেসবুক ছিল না,
মানুষ ওসবের নাম স্বপ্নেও শোনেনি,
মোবাইল থাকত গুটিকয়েক মানুষের ঘরে
তাও এত অত্যাধুনিক প্রযুক্তির নয়।

বয়স ছিল পঁচিশ,
খুব ব্যস্ততার মাঝে কাটত দিন,
চাকরির জন্য প্রস্তুতি নেওয়া
এ পরীক্ষা সে পরীক্ষায় বসা,
মাথার উপর দুই বোনের বিয়ের দায়িত্ব-
এসবের মাঝেও যোগাযোগ ছিল খুব ভাল,
মনের যোগাযোগ।

বর্তমানে, আমরা সামাজিক মাধ্যমগুলোকে জলের মতো পান করি
জল ছাড়া যেমন প্রাণী বাঁচে না
তেমন, ওদের ছাড়াও আমাদের জীবন অচল।
এখন বয়স সত্তরের কাছাকাছি
আন্দাজ তোমারও বয়স পঁয়ছট্টির কাছাকাছি।
এখন হাতে অঢেল সময়,
আমিও ঐ মাধ্যমগুলোর শিকার
রাতদিন ধরে চোখ স্ক্রিনে আবদ্ধ।
কিন্তু দেখো, যোগাযোগ আগের থেকে অনেক ভালো হয়েছে
তবু,মনের যোগাযোগ নেই, দুঃখ এখানেই।


১৯-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।