তুমি না এলেই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তুমি না এলেই আমি হয়ে যাই একা !
তুমি তাকালেই হৃদয় হৃদয়ে হয় দেখা।
এ প্রাণ ছিল না কভূ কারো লাগি পথ চাওয়া,
তোমাকে দেখেই এ প্রাণে লেগেছে হাওয়া।
তুমি না এলেই কেঁপ উঠে এ বুক !
তোমাতেই খুঁজে পাই স্বর্গিয় যত সুখ।
----------------------------------------


১৯-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।