যে চোখে যাদু আছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
যে চোখে যাদু আছে, সে বুকে কেন ভয় !
যে ফুলে সুবাস আছে, তা কেন ঝরে রয়।
সে বুকে কেন ভাসা অশ্রুজল?
জানতে বড় ইচেছ হয়, বড় কৌতুহল!
যদি না জাগে পৃথিবীর কোলাহল
তবে তো সূর্যতারা সকলি নিস্ফল।
------------------------------------
১৯-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।