ত্যাগের মহিমা বরনে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হে খুশীর ঈদ নব রূপে এসো প্রাণে,
ত্যাগের মহিমা বরনে, প্রভূর গানে।
জাগ হে মুসলিম উম্মাহ অমৃত হরষে,
রেখ না কোন ভেদ ঈদের এই পরশে!
কর হে প্রাণ খুলে প্রভূ রাহে কোরবান,
হে খুশীর ঈদ নব উষায় জাগাও প্রাণ।
তুমি হও নির্মল উজ্জ্বল কান্ত ,
তুমি হও মানবিক সুন্দর স্নিগ্ধ প্রশান্ত।
তুমি হও ধনী-গরীব বৈষম্যের অবসান,
তুমি হও প্রেম দুঃখে সুখে এই প্রাণ।
এল হে, এল হে খুশীর ঈদ কোরবান,
এসো হে, গাই সবে মানবের জয়গান।
ত্যাগের মহিমা বরনে, প্রভূর গানে,
হে খুশীর ঈদ নব রূপে এসো প্রাণে ।
-----------------------------------


২০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।