আঁয়রে আমার গাঁয়
- ইউসুফ হাফিজ
আঁয়রে তোরা আমার গাঁ'টা
দেখবি ঘুরে ঘুরে
আমার গাঁয়ের ফল ফলাদি
খাবি মনটা পুরে,
আম জাম কাঠাল লিচু
সবই আছে সেথায়
তোরা সবাই যাসরে যদি
আমার গাঁ'টা যেথায়,
যাবি তোরা শত শত
খেত খামার মাড়ি
দেখবি আরো সরু পথে
বৃক্ষ সারি সারি,
আঁয়না তোরা আমার সাথে
দেখবি আমার গাঁ
শুভ্র ভোরেই শুনবি আরো
ডাকছে পাখির ছাঁ,
দৃষ্টি কাঁড়বে নদী নালার
জাল ছাঁকিয়া মাছ ধরা
ধানের খেতে টঙ্গে কৃষক
দিচ্ছে পাহারা।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।