আমি অমর হতে চাই
- অর্ঘ্যদীপ চক্রবর্তী
এইখানে এই মনের মাটিতে প্রিয়াকে দিয়েছি কবর,
ওর শোক যাতে আমাকে না ঘিরে ধরে তাই মৃতদেহটা নিজের দেহে করেছি ধারণ-
ফাঁকা-ফাঁকা লাগে না, পাশে কেউ নেই এই ভাব জাগে না।
মনের মাটিতে কবর দিলে-
সে দেহে পচন ধরে না, বরং বেঁচে থাকে।
আমার নিঃশ্বাসে প্রিয়া নিঃশ্বাস নেয়,
আমি যা খাই তাই খায়,
আমার সাথে রাত জাগে,
আমার সাথে ঘুমায়,
আমার সাথে কথা বলে,
আমার সাথে গান করে-
একই গলায় দুই সুর বাজে।
বেঁচে থাকাকালীন অভিমানে, লাজে দূরে সরে যেত
এখন মুখ ঢাকে আমার বুকে।
তাই সৃষ্টিকর্তার কাছে দিবারাত্রি কাঁদি এই কথা বলে-
হে প্রভু, আপনি আমায় অমর করুন,
আমি যেন বাঁচতে পারি এই বিশ্ব যতদিন বাঁচে।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২০জুন,২০২৩, সন্ধ্যা ৬টার কাছাকাছি, বারুইপুর
২০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।