শর্তহীন ভালোবাসা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী
তোকে ভালোবাসছি শর্তহীনভাবে,
আর পাঁচজনের মতো ভালোবেসে বিয়ে করব না।
মন খারাপ হলো শুনে?
দ্যাখ, বিয়ে হয়ে গেলে কি তোর প্রতি আমার ভালোবাসা এখনকার চেয়ে একটু বেশি হবে?
নিশ্চয় নই।
বরং, একই থাকবে, বা এখন যেমন বাসার উন্মাদনা তখন হয়ত অনেক কমে যাবে।
কারণ, তখন তুই আমার কাছে, বাড়িতে সবসময়।
এই যে, এখন গভীর রাত অব্দি হোয়াটসঅ্যাপে ব্যস্ত থাকা,
কলেজ ছুটির পর অপেক্ষা করা,
তখন কি এসব থাকবে?
এই যে, এখন তোর কত কথা চিন্তা করা,
তোর ছবিটা মনের মধ্যে দৈনিক আঁকা,
তোর খাওয়া হয়েছে কিনা শরীর ঠিক আছে কিনা দিনে পাঁচশবার জিজ্ঞাসা করা,
তখন তো এসব দেখাশুনার জন্য আমার বাবা-মা'ও থাকবে।
তাই এই ভালোবাসাই অনেক ভালো-
শর্তহীন ভালোবাসা।
২১জুন,২০২৩,দুপুর, বারুইপুর
২১-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।