ইচ্ছে করে
- ইউসুফ হাফিজ

ইচ্ছে করে পাখি হতে
মন পেতে চায় ডানা
দূর আকাশে উড়ে গিয়ে
দিতে মেঘে হানা
উড়তাম আমি দিবানিশি
দেখতাম ঘুরে ঘুরে
উড়ে উড়ে যেতাম আমি
অচিন রাজ্যপুরে
মুক্তমনে উড়তাম আমি
সদূর আকাশ পানে
থাকতাম না আর বন্দিশালায়
কোন মায়ার টানে
যেতাম আরো মেঘের সাথে
যেথায় তারা যায়
দেখতাম গিয়ে বৃষ্টি ঝড়ার
বারি কোথায় পায়
চঁন্দ্রিমাতে দিতাম পাড়ি
তারকারাজির দেশে
সেথায় যাওয়া সম্ভব কিনা
দেখতাম অবশেষে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৫-০৪-২০১৫ ১৫:৫২ মিঃ

ভাইয়া আপনি তো অনেক ভালো লেখেন।