কবিতায় ঢুকে গেছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সব ভুল ক্রুটি ক্ষমা করো হে মহান প্রাণ,
আজ হতে ইতি হবে সব কবিতার চরন ।
বর্ণ্ শব্দগুলো বড় এলমলো- বিচ্ছৃঙ্খল,
কবিতায় ঢুকে গেছে তুমুল ঝড় বাদল !
আমি কবি হতে আসিনি-
আমি কবিতাকে ভালবাসিনি—
-----------------------------
২২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।