শোক
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

আমি তোমাকে বহু জায়গায় খুঁজেছি
কিন্তু কোথাও পাইনি,
শেষ পর্যন্ত সারা বিশ্ব তন্নতন্ন করে খুঁজেছি
তবু কোথাও পাইনি।

সেদিন স্নান করার সময় গায়ে তেল মাখতে গিয়ে
হঠাৎই দুইহাত ধরে বুকটা চিরে ফেললাম,
দেখলাম-
ভিতরে তুমি রয়েছ।
এরপরে আর কিছু মনে নেই।
জ্ঞান ফেরায় দেখি রয়েছি হাসপাতালের বেডে শুয়ে।
আমায় ঘিরে রয়েছে পাড়ার কিছু ছেলে,
ওদের কথায় জানলাম, স্নানের সময় আমি নাকি দা দিয়ে বুক কেটে দিই আর জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে যাই,
সেই আওয়াজ শুনেই আমায় এখানে নিয়ে আসে।
বিমল জানিয়েছিল- ডাক্তার বলছে, "রোগীর মাথায় গন্ডগোল আছে?"
তখন একসাথে সবাই বলেছিল, "হ্যাঁ সাহেব, ওনার স্ত্রী মারা যাবার পর থেকেই কেমন পাগল হয়ে গেছেন।"


২২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।