প্রফূল্ল প্রাণে হজ্জ যাত্রী
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শুভ্র ইহরামে প্রফূল্ল প্রাণে হজ্জ যাত্রী,
প্রভূ তুষ্টে ছুটেছে কাবায় দিবা-যাত্রী !
কি এক অপলক দৃষ্টি মুমিনের নয়নে !
এ বিদায় যেন চির বিদায় আপন-স্বজনে
অশ্রু জলে বুক ভাসে দীর্ঘ্ নিঃশ্বাসে,
তবু গৃহকোণ ছেড়ে যেতে হয় উল্লাসে
এ যে মুক্তি, এ যে নব জন্মের বিশ্ব মেলা
এ যে মুমিনের বিজয় কাফেলা-
এ যে মুসলিম উম্মাহ’র উদয় বেলা।
জাগ হে জাগ বিশ্ব মুমিন প্রভূর বিধান মানি,
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক
লা-শারিকা-লাকা লাব্বাইক
তুল হে তুল বজ্র ধ্বনি !
শুভ্র ইহরামে প্রফূল্ল প্রাণে হজ্জ যাত্রী,
প্রভূ তুষ্টে ছুটেছে কাবায় দিবা-যাত্রী !
------------------------------
২২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।