তবু এসেছে খুশীর ঈদ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এসেছে খুশীর ঈদ তব নিরানন্ধ দেশ,
চারিদিকে অর্থনৈতিক মন্দা করেছে গ্রাস।
প্রাণে প্রাণে উঠেছে নাভিশ্বাঃস !
কেউ যেন করছে বঞ্চনা- পরিহাস।
এসেছে খুশীর ঈদ!
তব প্রাণে প্রাণে বাজেনা উৎসবের সংগীত।
বেদনা বিধুর জলকণা ঝরে পড়ে নয়নে
কালো কালো মেঘ জমে আছে গগণে।
রৌদ্দুর জাগে না ঈদের আনন্দ মেলা,
তবু এসেছে খুশীর ঈদ এই জগত ভেলা।
তুমি জাগ হে মুসলিম উম্মাহ !
তোমার পাশে আছে রহমের আল্লাহ ।
ত্যাগের মহিমায় দীপ্ত হয় আত্মশুদ্ধির অভিযানে,
এসেছে খুশীর ঈদ! মুসলিম উম্মাহ’র প্রাঙ্গনে।
------------------------------------


২২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।