১৮+ অসভ্যতা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী



আমি কাঠ।
আমিও সহবাস করি।
দেখোনি আমার গায়ে ছত্রাকের বাস?


শোনো,
আমি পাথর।
কিশোরী নদীর লাথি খেয়ে খেয়ে আমার অঙ্গহানি হয়,
তাতে আমার অনুতাপ হয় না-
ঐ আঘাতে আছে যৌনতার ছোঁয়া।


আমি রক্ত।
দুনিয়ার সকল প্রাণীর শরীরের ভিতর থাকি
তাদের গোপনাঙ্গে প্রতি ন্যানোসেকেন্ডে চুমু খাই।


পড়ে মনে হলো নোংরা লেখা, কিন্তু এটা কি সত্যি নয়?


২২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।