অনুচক্রিকা-৬
- আবরার আকিব
নেতা যদি যায় আগে
সে যায় পিছে,
নেতা যখন হাগতে বসে
সে থাকে পাহাড়াতে।
নেতা যখন ছবি তুলে;
সে থাকে নেতার ঠিক পাশে।
তৈল যখন তার মুখ হতে
ঝর্ণার মতন করে বেয়ে পড়ে;
সেই তৈল ঝলমল করে,
নেতার পশ্চাৎ এ।
নেতা হাসলে সে হাসে,
নেতা কাশলে সে কাশে।
যখন ক্ষমতা হারিয়ে
নেতা পালায় দেশ ছেড়ে
তখন নেতার হয়ে
জনগনের ধোলাই খায় সে।
২২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।