অবন্তিকা
- আবরার আকিব

প্রিয় অবন্তিকা,
কল্পতরু মেঘরাজ্যে বিলীন হয়ে উড়ছে উড়ন্ত শালুক হয়ে,শব্দের এলোমেলো বিন্যাস কিংবা উপমা ব্যবহারে ব্যর্থতায় কেন অপূর্ণ রয়ে গেলো আমাদের কাব্য টা।
ছিন্ন গোলাপ ফণি-মনসার ঝোপ হতে কেউটে সাপের মতন আমাকে এসে বারবার ছোবল দিচ্ছে।
আমার সর্বস্ব কে গিলে খাচ্ছে প্রতিনিয়ত, আমার ভেতর আমিত্ব কে ছিড়ে খাচ্ছে। পৃথিবীর সমস্ত নৈরাশা,
সমস্ত না পাওয়ার হাহাকার আমাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। মনে পড়ে সেদিনের কথা ক্যাম্পাসের সেই সূবর্ণ সময়ের গল্পগুলো।
গল্পের প্রতি অধ্যায় জুরে ছিলো তোমার বিচরণ।
রবীন্দ্রনাথ যখন তার সমস্ত সৌন্দর্য দিয়ে বিনোদিনী চরিত্র কে শরৎ বাবু তার কপালকুন্ডলা কে দিয়ে সাজিয়েছিলো সেরকম ভাবেই আমি আমার কল্পরাজ্যে স্থাপন করেছিলাম তোমার চরিত্র কে


২২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।