অন্তিম
- অর্ঘ্যদীপ চক্রবর্তী
জীবনে অনেক পথ পেড়িয়ে এসেছি।
মন ভাঙাভাঙির পর্ব জিতে
ভুল বোঝাবুঝির সমাধান করে
সান্ত্বনার আকাশে বেড়িয়ে
লড়াইয়ের সূর্যকে হারিয়ে
কষ্টের নদী ঝরিয়ে
দুঃখের সাগরে ভেসে
এখন আমি ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন,
আমায় ঘুমোতে দাও।
কেউ ডেকো না
কেউ জাগিয়ো না আর
আমি নিশ্চিন্তে ঘুমের দেশে হারাব
ওপরওয়ালাকে ডাকব শুধু,
তিনি যেন আমাকে তাঁর কাছে ডেকে নেন
এবার অন্তত দর্শন পাই সৃষ্টিকর্তার।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩ জুন,২০২৩, সকাল ৮:৩০, বারুইপুর
২৩-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।