সে এখনো আছে আগের মতই
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কৈশোরের উড়ন্ত প্রাণ, দুরন্ত সফর,
কতো কিছুই না এঁকে যায় দীপ্ত প্রখর !
অজানা এক শুন্যতা উথরোল করে প্রাণ,
সেকি প্রেম !নাকি ভালবাসা !
নাহি বুঝে কৈশোরের মুর্ছিত গান।
তবু কাউকে অনুভব করে পূর্ণিময় রাত
আর নিরবে নিভৃতে পেয়ে যায় কষাঘাত
কখনো হয় না বলা, কখনো যায় না বলা
এ এক অব্যক্ত প্রেম, কভূ যায় না ভুলা।
এত কাছে তবু দূরে-বহুদূরে—
এ প্রেমের মৃত্যু হয় না কভূ এ নশ্বরে।
সে এখনো আছে আগের মতই রৌদ্রময়ী !
আকাশটা অন্ধকার তবু রাত্রিটা পূর্ণিময়ী।
-------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৩-০৬-২৩ ইং।
******************************
২৩-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।