তুমিই দিয়েছিলে প্রথম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হঠাৎই বিজলীর চমকিত আলো !
এই ভুবনে দুর করেছিল নিকষ কালো।
সুপ্ত প্রাণ জেগে উঠেছিল প্রবল শিহরণে
এক গভীর উথরোল ঢেউয়ের কলতানে
ভালবাসার ফুল ফুটেছিল নিস্তব্ধ নিঃঝুম
সেই জাগরণ তুমিই দিয়েছিলে প্রথম
অনেক পথ হেঁটেছি, অনেক খুঁজেছি
ছুঁতে পারিনি সেই বিজলীর চমকিত আলো
অসীমের ঠিকানায় সেই যে গেলো
আজ শুধু কল্পনাই ভাসে, তুমি এসেছিলে্
এই শুন্যতার গভীরে , এক অধরা ফুলে ।
সেই কবে ঝরে গেছে বকুল
তবু পৃথবী তোমার শুন্যতায় ব্যাকুল ।
ভালবাসার ফুল ফুটেছিল নিস্তব্ধ নিঃঝুম
সেই জাগরণ তুমিই দিয়েছিলে প্রথম ।
------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৩-০৬-২৩ ইং।
******************************
২৩-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।