প্রভূ চায় হে তাকওয়া
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এসেছে খুশীর ঈদ ! ছুটিছে মুমিন বাজারে,
কোরবাণীর পশু কিনিবে আহারে !
প্রভূ তুষ্ট রাহে মুমিনের এই অভিযান,
দলে দলে ছুটিছে ত্যাগের মাহিমায় উদ্যান
দুষ্ট আত্মারে করিবে কোরবান
এসেছে খুশীর ঈদ !
ধনী –গরীব রবে নাকো ব্যবধান।
যে করিবে পশু কোরবান
তার তরে গরীবেরা হকদার
এসেছে খুশীর ঈদ নাহি কেহ কাঁদিবার।
প্রভূ চায় হে তাকওয়া এই কোরবান
মুমিন তুমি হও হে শুদ্ধ মন- প্রাণ
কত বড় পশু ! কত দাম
নাই তার মূল্য আরশে আযীম ধরাধাম।
---------------------------------------

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৩-০৬-২৩ ইং।
******************************


২৩-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।