প্রভূর চরণতলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হে প্রাণ, কোন অভিসারে ফিরে নাহি চাও !
কেন ওই হকের পথ করেছা উধাও ?
বাতিলের মোহ সব আজি ভুলে যাও,
বিধির বিধানে আকড়ে তুমি রও ।
কুড়িয়ে লও নশ্বর হতে আগামীর সঞ্চয়
নতুবা ভয় ! প্রচন্ড ভয়!
দুনিয়ার আনন্দবেগে আখেরাত করো না ক্ষয়,
এখানে নেই ফকির বাদশাহ’র পরিচয়
তুমি গোলাম এর বেশী কিছু নও
আজি তাঁর তরে নতশির হও।
কখন যে পলকে পলকে
যম দূত এসে পড়ে ঝলকে ঝলকে !
প্রভূর চরণতলে মুমিনের ধূলো-বালি
কভূ যেন এ কথা নাহি ভুলি, নাহি ভুলি
------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৪-০৬-২৩ ইং।
******************************
২৪-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।