মৃত্যুই চিরন্তন
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে মৃত্য হবে না কভূ বিশ্বাঘতক !!
যতই রও কারারুদ্ধ কিংবা পতালক।
সে শুনবে না কভূ তোমার বাক্যব্যয়,
সে আসবেই যম দূত হয়ে ঝড়ের ন্যায়।
টেনে হ্যাঁচরে নিয়ে যাবে তাঁর কাছে ধরে,
যার কাছে ছিলে তুমি আদি নশ্বরে
এখন তুমি যাত্রী অবিন্শ্বরে---
পৃথিবীর প্রেম ভালবাসা প্রিয় মুখখানি,
সব ফেলে, সব ভুলে
যেতে হবে চলে অনন্তের ধরণী।
ওহে মৃত্যু হবে শুধু এ প্রাণের আপন,
যতই ফেল অশ্রুজল ! যতই কর গোপন।
এ প্রেম ক্ষণিকের ! এ পৃথিবী কিছুক্ষণ !
মৃত্যুই চিরন্তন ! মৃত্যুই সমাপন।
ওহে মৃত্য হবে না কভূ বিশ্বাঘতক !!
যতই রও কারারুদ্ধ কিংবা পতালক।
-------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৪-০৬-২৩ ইং।
******************************
২৪-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।