শুভ্রতা ছড়ায়ে দাও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শুভ্রতা ছড়ায়ে দাও আঁকাশের চাঁদ,
চেয়ে দেখ পৃথিবীর প্রাণেরা কত অবসাদ !
কোথাও নেই কোন ভালবাসার আশ্বাস,
বিরহে কাঁদে পৃথিবীর আকাশ-বাতাস।
জুঁই চ্যামিলী হাসনেহেনা
সেও গেছে ঝরে, নেই তার আনাগোনা
প্রকৃতিও জেনেগেছে
অকৃত্রিম ভালবাসায় ভরেগেছে প্রাণ
অভিনয়, শুধু অভিনয়
কেউ এসে প্রেমের তরঙ্গ তুলে না উদ্যান
হৃদয়েরা এখন প্রাণহীন মূর্তির মত
ওই আঁকাশের চাঁদও আড়ালে তত !
অথচ কত ছিল প্রেমের কলরব,
এখন আর নেই হৃদয় হতে হৃদয়ের উৎসব।
শুভ্রতা ছড়ায়ে দাও আঁকাশের চাঁদ,
চেয়ে দেখ পৃথিবীর প্রাণেরা কত অবসাদ !
--------------------------------------------

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৪-০৬-২৩ ইং।
******************************


২৪-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।