সময় নেই
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

এখন আর কেউ জিজ্ঞাসা করে না-
ভালো আছ?
পরিবারের সবাই ভালো আছে?
তোমার ছেলে মেয়ে ক'জন যেন?
ছেলের পড়াশুনা কত দূর হলো?
মেয়ের বাড়িতে যাওয়া হয়?
স্ত্রী ভালো আছে?

এখন সবাই যেন ব্যস্ত, ঠিক বলতে পারব না কোন কারণে।
দাঁড়িয়ে দুটো কথা না বলতে পারলে যেন বেঁচে যায়,
সর্বদা এড়িয়ে যাবার প্রবণতা,
মনে হয়, মন খুলে কিছু না বলে সেই সময় ঐ অজানা কাজে ব্যস্ত হলে ভালো হয়।

আচ্ছা, আগেকার দিনে মানুষরা আজকের দিনের মানুষদের থেকে নেহাৎ কম ব্যস্ত ছিল না, তাই না?
তারাও হেসে খেলে মনের কথা একে ওকে বলত।
আসলে দিন বদলের হাওয়া এমনই-
সময়ের ফলে সবকিছুর পরিবর্তন হয়, মানুষও।
জানি না এই সময়, কেমন প্রভাব ফেলবে
আগামী দিনগুলিতে।


২৪-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।