ভালোবাসার কোনো সময় থাকেনা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী
দেখো প্রিয়তমা,
ভালোবাসার কোনো সময় থাকেনা।
সেই কবে ভালোবাসা হয়েছিল অথচ
যখনই আমি তোমায় দেখি তখনই ভালোবাসি।
তোমার জ্যোৎস্নার রূপের মতো মায়াময় চোখ, গোলাপের পাঁপড়ির মতো ঠোঁট,
ঝর্ণা ধারার মতো এলো চুল
আর ভোরের মিষ্টি আলোর মতো মুখটি
দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে।
ঐ মুখ আগে শত বার দেখেছি
তবু যেন নতুন লাগে যখনই আসো আমার কাছে।
সেই যখন তোমায় প্রথম দেখেছিলাম
তখন যতটা ভালোবেসেছিলাম,
এখনও যখন দেখি
ঠিক ততটা ভালোবাসি,
যেন একদম নতুন ভালোবাসা।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫/০৬/২০২৩
বারুইপুর
২৫-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।