তুমি কোথায়
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

তুমি কোথায় আছ আমি সত্যিই জানিনা
তবে আমার মন'এ নেই এইটুকু জানি।
নাহলে ও এত খরায় ভোগে?
তবে কী জানো-
আকাশের দিকে তাকালেই দেখি
তুমি বৃষ্টি হয়ে ঝরে পড়ো।
তাতে আমি ভিজে একাকার হই,
তবু তুমি মন'এ আসোনা!
নাহলে ও এত খরায় ভোগে?

২৫/০৬/২০২৩


২৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।