স্বীকারোক্তি
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

কত কবিতা লিখে কেটে দিয়েছি।
মনের মতো হয়নি বলে খাতার পাতা ছিঁড়েছি রাগে
ফেলে দিয়েছি ছেঁড়া পাতা দলা করে রাস্তায়,
পরে আবার জাঁদরেল কিছু লিখতে চেয়েছি
কিন্তু, আমি বোধহয় জীবনে একটাও বাঁধিয়ে রাখার
মতো কবিতা লিখতে পারিনি।
তাই ঐ ফেলে দেওয়া
কুকুরের পায়ের ছাপমার্কা
মানুষের জুতোর ছাপধন্য
প্রসাদী কাগজ ফের কুড়িয়ে এনেছি,
যত্ন করে আবার আকাশ পাতাল ভেবে
কবিতা লিখতে চেয়েছি।


২৭-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।