একটি মুখের মিষ্টি হাসি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
একটি মুখের মিষ্টি হাসি দুঃখী প্রাণের তারা,
ডাগর চোখের দৃষ্টি খানি জাগায় মন পাড়া।
প্রেমের প্রদীপ পিঞ্জর কেঁপে
জ্বলে বুকে বুকে—
যদিও তুমি ভাল বাস তবুও মৌন মুখে,
একা একা আমি শুধু থাকি শুন্য বুকে।
--------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৮-০৬-২৩ ইং।
******************************
২৮-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।