কেউ তাকায়নি আগে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এমন মিষ্টি হাসি কেউ দেয়নি আগে,
যেমনটা তোমার মুখে দেখি!
এমনভাবে কেউ তাকায়নি আগে
যেমনটা তোমার চোখে দেখি !
এত অপরূপা ! এত সুহাসিনী তুমি !
তাইতো হৃদয় পেয়েছে ভালবাসার ভূমি।
-----------------------------------
২৮-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।