রাজনীতির কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

সাধারণ জনগণের নেইকো দাম
সাধারণ মানুষ যেন টাকার পাম্প,
রাজনীতিবিদ সব শালা চোর
যত্ত ঠ্যালা সব জনগণের উপর।

তেল,বিদ্যুৎ, গ্যাস যত্ত দাম বাড়ে
সব কিছুর চাপ জনগণের ঘাড়ে,
ট্যাক্স,টোল-মোল
সাধারণ মানুষের চিত্তে বাধায় গন্ডগোল।

আ.লীগ-বিএনপি জামাত-নামাত
লাঙ্গল -টাঙ্গল
সব শালা এক নাওয়ের মাঝি,
জনগণ যেন ইলিশ মাছ
ক্ষমতার তেলে খায় ভাজি।

জনগণের চাওয়া -পাওয়ার কথা
ভাবে না কোন দল,
ক্ষমতার মসনদে বসলে
জনগণের উপর শুরু হয় ছল - বল।

29/06/2023


২৮-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।