কবর
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

একটা পুরনো গন্ধ আমার নাকে লাগে সবসময়!
খুব পছন্দের ওটা,
আমার ভালোবাসার দিনগুলোর সাথে যুক্ত ছিল,
কেমন মাদকতা আছে তাতে।
সেই সময় পেড়িয়ে এসেছি
কিন্তু, গন্ধটা সঙ্গ নিয়েই আছে আমার।
একটা স্মৃতিকে স্মরণ করিয়ে দেয় বারবার,
ভুলে যাবার চেষ্টা করি,
তবু আবার কেন যে মনে করি জানিনা।
সেই কবে আমার সাথে,
তোমার কবর ভরেছিলাম গোলাপ দিয়ে।
এমন ভাগ্য কারও হয় দুনিয়াতে?
আজ এই তিরিশ বছর পরেও আমরা রয়েছি পাশাপাশি শুয়ে,
থাকবও ততদিন, যতদিন গোটা পৃথিবীটা বেঁচে থাকবে।

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২জুন,২০২৩,বিকেল ৫টা, বারুইপুর


২৮-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।