রক্তও এখানে বিষাক্ত ফুল
- মোঃ আমিনুল এহছান মোল্লা

উথরোল ঢেউ উঠেছে এই শুন্য বুকে,
প্রেমের শুন্যতা, ভালবাসার শুন্যতা- দুঃখে ।
কেউ বুঝে না কোন বিরহে তরঙ্গে
আমি চলেছি ভেসে লাল নীল হলুদ রঙে।
এখানে হিসাব নিকাষের কাঠগড়ায়
আমি এক অপরাধী পৃথিবীর ঠিকানায়।
আপন রক্তও এখানে বিষাক্ত ফুল,
ভেবে দেখে না কোনটা সঠিক, কোনটা ভুল।
শান্তি যেখানে প্রেম ভালবাসার কোলে,
সেখানে হিংসে বিদ্বেষ বিপুল-কল্লোলে।
---------------------------------------


২৯-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।