এখন আর সময় নেই আমায় ভালোবাসার
- অর্ঘ্যদীপ চক্রবর্তী
এখন আর সময় নেই আমায় ভালোবাসার,
এখন আমার বিদায়ের পালা,
যখন সময় ছিল তখন তুমি করেছিলে অবহেলা।
কখনও আমার কাছে এসে একটুও বসোনি
তোমার বুকে ঠাঁই পাওয়া তো দূরের কথা,
কত জ্যোৎস্নার রাতে অপেক্ষায় ছিলাম তুমি আসবে বলে,
চাঁদও আমার কষ্ট বুঝেছিল তুমি শুধু উপহাস করে গেছ আমার ব্যথার।
এখন তবে কেন কাছে আসতে চাও,
পায়ে মাথা ঠেকাও?
ভুল তুমি বুঝেছ,
শুধু এইটুকু জেনেই খুশি হলাম।
কিন্তু প্রিয়, আমার যে সময় ফুরালো,
ঈশ্বর যেখানে ডাক দিয়েছেন
সেখানে তোমার চোখের জল তুচ্ছ জেনো।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৯/০৬/২০২৩
বিকাল
৩০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।