নব শপথে নব জাগরণ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
দশ বছর পূর্তিতে নব শপথে নব জাগরণ,
রাওনাট পেশাজীবি কল্যাণ পরিষদ
সেবার ভ্রতে অদম্য গতিতে ছুটেছে মন প্রাণ।
এক ঝাঁক তরুণের সমারহে জাগ্রত প্রতিক্ষণ
নবীণ-প্রবীণ !!
এ বুকে গড়েছে মানবতার জীবন্ত পরশন
স্বতন্ত্র প্রতিষ্ঠান-
অযূত গর্বের প্রতীক পেশাজীবি কল্যাণ পরিষদ
বিরহের আকাশে দেখি তাই রবি গ্রহ তারা চাঁদ।
অধির প্রহরে কত শত দুঃখী প্রাণ
তোমার পানে চেয়ে আছে মুক্তির গানে
তুমি জেগেছো তাই পূর্ণ্ আজি অসীম গগণ।
--------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩০-০৬-২৩ ইং।
******************************
০১-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।