যে মুহূর্তে মোহে পূর্ণ্ তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যে মুহূর্তে মোহে পূর্ণ্ তুমি, সে মুহূর্তে কিছু তব নাই,
তুমি হারাবে একূল-সেকূল ভাই !
জোড় জুলুম অত্যাচার এই বিশ্বের ধূলো- বালি,
ওই বিচার দিবসে তোমায় হরষে যাবে ভুলি।
তুমি দেখবে, শুধু দেখবে পলকে পলকে
আগুন পুড়েছে তোমায় ঝলকে ঝলকে!
যদি তুমি পরের হক কেড়ে নাও পৃথিবীর তরে,
তোমার নাহি মুক্তি হবে হাশরের প্রান্তরে।
ওহে এখনি দাঁড়াও থমকি.
হয়তো মুক্তি আসবে চমকি !
যে মুহূর্তে মোহে পূর্ণ্ তুমি, সে মুমূর্তে তুমি বাধা।
মুক্তি রাহে সত্য ন্যায়ের পথে নতশির হও সদা।
-----------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০২-০৭-২৩ ইং।
******************************


০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।