অমেয় শিহরণ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তুমি বলেছিলে ভালবাসা নেই, ভালবাসা নেই
অথচ ভালবাসাই আছে-

হৃদয় ফোয়ায় কে ঢালে প্রেমের বিন্দু বিন্দু জল?
এ অনুভূতির তো কোন ক্ষোভ জমা নেই!
তুমি বলেছিলে, অহংকার জয়ী হবে
অহংকার জয়ী হলো না।

প্রাণের ফরিয়াদ ছিন্ন করেছো দাম্ভিকতার ছলনায়,
তবুও প্রেম জেগে উঠেছে সোনালী সৌরভে
শিশির প্রভাতে—

তুমি বলেছিলে প্রেমের কোন ভাষা নেই,..
নেই কোন প্রাণ--- নেই কোন অনুভূতি
তুমি বলেছিলে অর্থ্ ই শেষ কথা-
এ শেষ তো হলো না শেষ...

ভালাবাসা যে ছড়িয়ে আছে হৃদয়ের সব গানে, সবখানে
তার পরেও আছে সীমাহীন শব্দের মৌনতা-
তার পরেও বিরহকে আকড়ে ধরে প্রসন্ন করপুটে-
তার পরেও ভালবাসার কিরণে ঝরে প্রশান্ত ক্ষমা।

কোনখানে বিচ্ছেদের কোন তিলক নেই
আছে শুধু হৃদয় থেকে হৃদয়ের অমেয় শিহরণ- হে প্রিয়তমা।
-----৩১-০১-২০২১ ইং,রাওনা,কাপাসিয়া,গাজীপুর।


০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।