দু’জন জেনেছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হৃদয় ভাষায় ডাক দিয়েছো এখন উপায় কি?
তোমার প্রেমে প্রাণটা খুলে আমি ছুটেছি।
পাঁপড়ি হাসা ফুলের বোঁটায় চুমো কেটেছি
তুমি আমার ,আমি তোমার দু’জন জেনেছি।
তোমার জলে ধূইয়ে দিবে কখন আমার গা?
পারছি না আর সইতে আমি উথাল স্রোতের ঘা!
অপলক চেয়ে আছি—দিন তো হলো শেষ’
খুলবে কিনা পাঁপড়ি তোমার-আমার মহাদেশ?
পূর্ণিরাতে মিলন ভেলা দেখতে পেয়েছি
একেই বুঝি হৃদয় বলে- ভালবেসেছি—
পাঁপড়ি হাসা ফুলের বোঁটায় চুমো কেটেছি
তুমি আমার ,আমি তোমার দু’জন জেনেছি।
-----৩১-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।