পুষ্পের ভিতরে অগ্নি জ্বলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তোমার গহিন আলোটা চারিদিকে ছড়িয়ে দাও
পিঞ্জরে রাখি-

প্রেমের ভীষণ তরঙ্গ নেচে উঠে সার গায়—বিজয়ের
স্বপ্ন দেখি তোমায় ঘিরে গোধূলী বেলায়
তোমার অন্ধকারগুলো করতলে তুলে নাও
কারারুদ্ধ করি-

পৃথিবীর ভীষণ বিষাদ
তারুণ্যের মন্দিরে উঠেছে বেজে অশনি ঘন্টা
জাতির ঢেঁউয়ে ঢেঁউয়ে ছুঁয়েছে র্দুণীতির সফেন
প্রাণের ভিতরে তাগুদেরা ঢুকে গেছে
আর্তনাদহীন---

জাতির মসনদে বাতিলেরা ঢুকে গেলে
প্রতিবাদহীন--
সে উদ্যানের ছায়াছলে পুষ্পের ভিতরে অগ্নি জ্বলে
সুগন্ধী হয়েছে শোকের রাজ্য--

তোমার অন্ধকারগুলো করতলে তুলে নাও
পরিশুদ্ধ করি—
-----৩০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।