তুমি তো অসাধরণ!
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তোমার মঝে দেখছি আমি বিপুল সম্ভাবনা
তুমি যে শক্তি জাতির আলো আমার কল্পনা

জানি , খুব জানি
তুমি আমার---এই পৃথিবী তোমার
তোমাকে দিলাম প্রেম- ভালোবাসার অপূর্ব্ অধিকার।

যদি আলো চাও, কলম হাতে নাও
অন্ধকার নত হবে তোমার চরণ তলে
বিজয় আসবে---বিজয় আসবেই
হারবে না কভূ!পরাজয় পুড়বেই চিতার অনল-

আলোর সাথে চুকিয়ে ফেলো অন্ধকারের বিড়ম্বনা
তোমার ভিতর জাগিয়ে তুল আঁধার জাতির সান্তনা
তুমি তো অসাধরণ! আমার কিসের যন্ত্রণা !

তোমার মঝে দেখছি আমি বিপুল সম্ভাবনা
তুমি যে শক্তি জাতির আলো আমার কল্পনা
------৩০-০১-২০২১ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।