বিদায় ক্ষণে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমার কথা ভেবে কম্পন উঠে হরদম
যে তুমি পিছু লেগে আছো ক্ষণিক ধরাধম।
আমার প্রাণ জুড়ে তোমারই আনাগোনা-
যে তুমি মনে এলে জেগে উঠে মৃত্যু ফণা
শুরু হয় তোলপাড় কখন যে এসে যাও
এমনই নির্দ্য় তুমি খবর নাহি আগে দাও
হয়নি শেষ এখনো পৃথিবীর কেনা কাটা
রাখো না ফরিয়াদ কোন বিপুল পথ-হাঁটা
এ জীবনের পথ—যে পথ দীর্ঘ্হীন
যেদিন আসবে তুমি- পৃথিবী হবে মূল্যহীন।
বিরামহীন ডাকছো আমায় চিরন্তন গহ্বরে
বিদায় ক্ষণে আল্লহ’র নামটি রেখো কণ্ঠ স্বরে।
--৩০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।