মজলুম হয়ে বিচার চেয়েছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হে পৃথিবীর বিচারক,
ন্যায় বিচার শুধু ন্যায় বিচার চাই, পাবো?
পাই বা না পাই ওই প্রান্তরে তোমার কাছেই যাবে।
হকের পথে রায় দিও, দেখো
মজলুম হয়ে বিচার চেয়েছি রায় দিও,হকের
পথে রায় দিও-
এ জ্ঞানের আলো কার তুষ্টে নিভালে?
আপনার সত্তা হারালে !
হে পৃথিবীর বিচারক, ওইদিন যদি অগ্নি প্লাবন এলো
তুমি তো প্লাবিত হবে অভিশপ্ত জোয়ারে-
পুড়ে পুড়ে ছাই হবে জুলুমের রক্ত স্নানে ।
হে বিচারক,হকের পথে শর্তহীন হও নত
তোমার কলমে রায় দিও মুগ্ধ অভিভূত।
হকের পথে রায় দিও, দেখো
মজলুম হয়ে বিচার চেয়েছি রায় দিও,হকের
পথে রায় দিও-
--২৯-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।