বুকের সীমান্ত তুমিই বন্ধ করেছো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পৃথিবীর মোহে বুকের সীমান্ত তুমিই বন্ধ করেছো
তাগুদের দুয়ার খুলে রেখেছো
নিরন্তর প্রতিযোগীতায়
অদম্য তিরস্কার করেছো চিঠির বাহককে-
নর্দমায় ফেলেছো প্রেমের ভাষাকে-

তোমার অন্তর জুড়ে ছিলো বাতিলের সখ্যতা
তুমি শুধু ভালবেসেছো ক্ষণিকের তরঙ্গ
ঝাঁপ দিয়েছো তপ্ত অনলে-

তুমি পেয়েছিলে আরশ হতে,পেয়েছিলে নিকটে
বিজয়ও ছিলো
কিন্তু তুমি দূরেও গিয়েছো যেচে
পৃথিবীর মোহে স্থির হয়ে গেছো বাতিলের হুঙ্কারে ।

তুমি করেছিলে অঙ্গিকার, নত শির করবে মাথা
গোলাম হয়ে বিদায় দিবে পৃথিবী
পৃথিবীর মোহে বুকের সীমান্ত তুমিই বন্ধ করেছো
আল-কোরআনের আলো আর ছুঁয় না তোমাকে-

---২৯-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।