অন্তরকে জিজ্ঞেস করো
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হে প্রাণ, অবহেলায় করো না সময় পার
সে শুনবে না, সে থামবে না কভূ নশ্বর।
কখন যে করে দিবে তোমায় অবসর!
এ যেন এক রহস্যে ঘেরা অদৃশ্যের খবর।
এ অন্তরকে জিজ্ঞেস করো নিরিবিলি-
প্রস্তুত আছে কি?
ওই পাখি তো আচমকা সংবাদ শুনাবে
এ পৃথিবীর দখল চির বিদায় জানাবে
তুমি হবে একাকী অনন্তের পথিক!
হে প্রাণ তুমি কতো একা !আজ কতো একা-
জয় পরাজয়ের দোলাচলে প্রবাহিত তোমার প্লাবন।
নিপুণ সন্ধান করো- নিপুণ সন্ধান করো মুক্তির
একি এমন কঠিন গঠণ প্রণালী আর!
সেজদা করো ওই একক সত্ত্বার ।
অন্তরকে জিজ্ঞেস করো সব জেনে যাবে
এ নিখিলে কি করেছো আলো-আঁধার নির্ভুল জানাবে।
--২৯-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।