ভালবাসার চাঁদর দিয়ে ঢেকে রাখো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হে প্রিয়,ভালবাসার চাঁদর দিয়ে ঢেকে রাখো আমাকে
তোমার হৃদয়ের দরজাটা খুলে দাও,আমি এসেগেছি
প্রেমের কাঙাল। শব্দ কি শুনতে পাও?

তোমার কানখানি রাখো আমার গুমোট বুকে
চেয়ে দেখো হৃদ কম্পন উঠেছে রক্ত কণিকায়
কে যেন ডাকছে তোমাকে
সেখানে এক অনুভূতির বসবাস! যে খুঁজছে তোমাকে
শুধু তোমাকে

প্রেমের শুন্যতায় নিরন্তর বিরহে
সে ছুটে চলেছে তোমার আঙ্গিনায়
দরজাটা খুলবে কি?আমি এসেগেছি....
কিছুতেই স্থির হতে পারছি না আমি
দিনে কিংবা রাতে।

সময় শেষ হয়ে যাচ্ছে, তুমি হ্যাঁ বলো তারাতাড়ি
হৃদয়ের মুখ খুলি,
যাতে অবশেষে পরম আনন্দে তোমার ঘরে ঢুকতে পারি।

হে প্রিয়,ভালবাসার চাঁদর দিয়ে ঢেকে রাখো আমাকে ।

--২৯-০১-২০২১ ইং,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।


০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।