আজ শুধু আজন্ম শূন্যতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কোন চাহিদারই দিগন্ত রেখা নেই
কোন প্রাপ্তির পরিসমাপ্তি নেই
তবু প্রাণ ছুটে বেড়ায় মুক্ত গগণে
দিক থেকে দিগন্তে-
জীবনের যবনিকা আছে,স্বপ্নের নোঙ্গর নেই
দৃষ্টির প্রাচীর আছে, নেই শুধু মোহের সীমানা
সব প্রাণই অদৃশ্যের খেলা খেলে
কেউ পথ চিনে, কেউ পথ ভুলে-
কিছু কিছু প্রাণেরা প্রত্যাশা প্রাপ্তির হিসেব কষে
ক্ষণিক পৃথিবীর খাতা খুলে,
বুকে শুধু মোহের তৃষ্ণা, অনৈতিক যুদ্ধের মহরা
রক্তাক্ত প্রেমের প্রান্তর-
হতভাগা পোড়া কপালের ক্যানভাসে
আজ শুধু আজন্ম শূন্যতা-শুধু শুন্যতা-
তবু প্রাণ বুঝে না
গহিণ প্রেমের শিহরণ! মুক্তির ঠিকানা-
----২৮-০১-২০২১ ইং,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।
০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।