এ তাবু ছলনা জানে না
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আশ্রয়ের পাঁচটি তাবু তুমি নির্দ্বিধায়
হৃদয়ে গেঁথে নাও, এ তাবু ছলনা জানে না।
ঈমান ,নামাজ, রোজা, হ্বজ্জ যাকাত
ক্ষণিক প্রাণে লুফে নাও ইসলামের পতাকা
তুমি বুঝবে প্রাণ, এ তাবু ছলনা জানে না-
ওইদিন মুক্তির বেহালা তোমাকে শুনাবে বলে
কোরআনের আলো এসেছে পৃথিবীর বুকে
তার অন্ধকারের চেয়ে অতুল্য নূরের বিস্তৃতি
মুমিন কখনো তাকে চলে যেতে বলেনি,তবুও
পৃথিবীর মোহ বেসুর বেহালা বাজায়
অন্তর কানে কানে—
পথ ভুলে যায় কিছু প্রাণ!
তাগুদের তাঁবুতে ঢুকে নিজেকেই অভিশপ্ত করে
শয়তানের তরঙ্গে নিভে যায় অন্তর প্রদীপ
অবশেষে সেও আফসোস করে ময়দান-
ওরা যাক, ওরা তো যাবেই—
তুমি ফিরে এসো চির আশ্রয়ের পাঁচ তাঁবু, এ তাঁবু
ছলনা জানে না-
----২৮-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।