এ বড়ো অনুভূতির নাম
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এই নাও পিঞ্জর হতে তোমাকে দিলাম!
হৃদয় নিংরানো সিংহাসন, একটু যত্ন করে রেখো হে রাণী,
তুমুল ঝড় তুফানেও ফুলের সূরভীতে ভরে দিও
আমার শূন্য বাগান।

বুকে রেখো ভালবাসার বন্ধনে অমৃত সুধায়-
যে শুভায় আমি ব্যাকুল হয়ে উঠি
এই নাও পিঞ্জর হতে তোমাকে দিলাম!
এ বড়ো অনুভূতির নাম-

চেয়ে দেখো, চেয়ে দখো, কি এক কম্পন উঠেছে সারা গায়!
কে থামাবে বলো হে রাণী ?
শিহরণের ডানাগুলো উড়ে যায় তৃষ্ণার্ত্ মৌয়ের মতো
সূরভীর সন্ধানে-


আমাকে আর আহত করো না, কষ্ট দিও না
তোমার রাজ্যে আমি প্রেমের ভিখারী
কিছুই পারিনি দিতে, এই নাও পিঞ্জর হতে তোমাকে দিলাম!
হৃদয় নিংরানো সিংহাসন,

এ বড়ো অনুভূতির নাম----
-২৭-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।