প্রাণ তুমি তোমাকে দেখাও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হে ক্ষণিকের প্রাণ তুমি দৃঢ় বিশ্বাসে সেই কথা কও,
এক আল্লাহ’র কথা, মনোনীত দ্বীনের কথা,
আল-কোরঅনের কথাটা বলো- জানুক মানুষ।

হে ক্ষণিকের প্রাণ তুমি দৃঢ় বিশ্বাসে সেই কথা কও,
কলবের ভিতর থেকে প্রিয় নবীজির আদর্শে বসে
ক্ষণিক নিখিলে ঘুরে ঘুরে উড়ে দাও শান্তির পতাকা
আর শিরককে দাও কোটি কোটি ঠোকর,

আজ পৃথিবী বাতিলে বাতিলে কালো হয়ে গেছে
অন্তরে এখনো কিভাবে শয়তানের আস্তানা থাকে?
প্রাণ তুমি তোমাকে দেখাও, দেখুক স্রষ্টা
তুমি তার তর নতশির-

হে ক্ষণিকের প্রাণ তুমি দৃঢ় বিশ্বাসে সেই কথা কও,
সময় পাবে না ! কখন যে এসে যায় ডাক
হে ক্ষণিকের প্রাণ তুমি অন্তরে সেই কথা কও
আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই
আমার ভিতরে থেকে সেই আলোর পথকে দেখাও
যোগ্য করে তুল প্রিয় নবীজির উম্মতের মতো-

প্রাণ তুমি তোমাকে দেখাও, তুমি আল্লাহ’র গোলাম।
সেদিন তুমি উড়াল দিও,সেদিন আমি মুক্তি পাবো।
--২৬-০১-২০২১ তাং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।