পথ চিনে বিদায় নেও হে প্রাণ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আলোর পথ ছেড়ে তুমি সন্ধ্যার আঁধারে
সে এক জাহেলী এসে ডাকলো তোমারে
বলল তোমাকে-ই -চাই
তুমিও ছুটলে দুনিয়ার মোহে তাগুদের সাথে যাই!
মুক্তির সন্ধানে তুমি- বাতিলের আস্তানায়-
নোঙ্গর করেছো নিজেকে হারায়ে ক্ষণিক বসূধায়
ভাবনি কভূ দেহ হতে জোনাকি উড়ে যাবে ওইখানে
ধূসর পেচার মতো ডানা মেলে কবরের অন্ধকারে
পৃথিবীর সব বন্ধন ছেড়ে-
তুমি ব্যস্ত অনন্তের ঠিকানা ভুলে ক্ষণিকের ধ্যানে
আপনার মুক্তি খুঁজনি নির্জ্ন সেজদায় মনে-প্রাণে
ক্ষমতার দম্ভ অহংকারে চলেছো উড়ন্ত পাখির মতো-
মাটিকে স্পর্শ্ করোনি
সেই দেহ আজ বিমর্ষ্ পাখির রঙে ভরা,
মৃত্যেুর দুয়ারে থর থর কাঁপছে- যমদুত এসে খাড়া-
বিদায়ের চাঁদ এঁকে যায় কলবের উপর
আগামীর পথ বড় বাঁকা, বড় বেশী অচেনা-
বড় বেশী পরীক্ষা-
পথ চিনে বিদায় নেও হে প্রাণ আগামীর সন্ধানে-
যেদিন পৃথিবীর সব বন্ধন রবে আত্মগোপনে-
------২৬-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।