প্রতিবন্ধীরাও মানুষ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
করো না ঘৃণা প্রভূর দান এই ধরনীর তলে,
সেও তাঁর পরশে এসেছে মায়ের কোলে।
স্বর্গিয় প্রেমে তপস্যার ফলে
প্রতিবন্ধির ডানা মেলে—
তবু সে দিয়েছে হাসি, ফুটিয়েছে এ মাধবী
এ আনন্দচ্ছবি !
ওহে প্রতিবন্ধীরাও মানুষ এই পৃথিবীর কাননে,
যদি প্রেম ভালবাসা দাও
তারাও পারে জাগতে পূর্ণিমার গগণে।
টেনে নেও, কাছে নেও ,যাও ভালোবাসি
উঠবেই সোনালী উষা তাদের মুখ হাসি।
এই আশা রাখি গভীর গোপনে
তুমি হবে মহাপ্রাণ, প্রতিবন্ধীর আপনে।
------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০২-০৭-২৩ ইং।
******************************
০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।