আমি কি নাগরিক নই ?
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বৈষম্য আর হতাশা জাগ্রত দ্বারে।
এই কথা বলব আমি কারে ?
আমি হতে পারিনি এখনো যোগ্য নাগরিক !
বেসরকারী চাকুজীবি তাই হতাশা চারিদিক।
নুন আন্তে পান্তা ফুরায় কুণ্ঠিত জীবনে,
তবু নাহি বাড়ে বেতন আমার দহনে।
সরকার দেখে শুধু সরকারী অফিসে
বছরে বছরে বেতন বাড়ে
তাই তারা হরষে !
কৃষক -শ্রমিক দিন মুজুর অগ্নি বরষে।
আমি কি এই মাতৃকার নাগরিক নই ?
বল না, জীবিকার ব্যয় কোথা থেকে পাই ?
আমি যে বাংলাদেশী, আমি যে বাঙালি
আমার কি অধিকার ? বলে যাও ভাই
আমি হতে পারিনি এখনো যোগ্য নাগরিক !
বেসরকারী চাকুজীবি তাই হতাশা চারিদিক।
----------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০২-০৭-২৩ ইং।
******************************
০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।